ভারতের উত্তরাখণ্ড রাজ্যে টানা ভারী বর্ষণে সৃষ্টি হয়েছে আকস্মিক বন্যা। পাহাড়ি ঢলের সঙ্গে কাদামাটি মিশে ভয়াবহ স্রোতের জন্ম দেয়, যা একটি সম্পূর্ণ গ্রামকেই ভাসিয়ে নিয়ে গেছে বলে জানিয়েছে এনডিটিভি।
সর্বশেষ পাওয়া তথ্যমতে, ভয়াবহ এই দুর্যোগে এখন পর্যন্ত অন্তত চারজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, আর নিখোঁজ রয়েছেন ১৫০ জনেরও বেশি। নিখোঁজদের মধ্যে রয়েছেন ভারতীয় সেনাবাহিনীর ৯ সদস্য।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (৫ আগস্ট) উত্তরাখণ্ডের হারসিল এলাকায়। সেখানে হঠাৎ ক্লাউডব্রাস্টের পর বন্যা দেখা দেয়। দ্রুতগতিতে নেমে আসা পাহাড়ি পানির ঢল মুহূর্তেই একটি গ্রাম প্লাবিত করে দেয় এবং সেনা ক্যাম্পে অবস্থানরত ৯ সেনা সদস্যকে ভাসিয়ে নিয়ে যায়।
ধারাইল নামক গ্রামটিতে অনেক হোটেল, রেস্টুরেন্টসহ পর্যটকদের ভিড় থাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কা আরও বাড়ছে। স্থানীয়রা জানিয়েছেন, ক্ষীর গঙ্গা নদীর জলাধার এলাকায় ক্লাউডব্রাস্টের কারণে পানি তীব্র গতিতে প্রবাহিত হয়ে যা কিছু সামনে পেয়েছে, সবকিছুই ধ্বংস করে দিয়েছে।
ক্লাউডব্রাস্ট বা হঠাৎ প্রবল বৃষ্টিপাতের ফলে খুব অল্প সময়ে নির্দিষ্ট একটি অঞ্চলে প্রচণ্ড পরিমাণে পানি জমে যায়, যা থেকে হঠাৎ করে বন্যা সৃষ্টি হয়। ভারতের পার্বত্য এলাকাগুলোতে এমন ঘটনা প্রায়ই ঘটে।
দুর্যোগের মাত্র ১০ মিনিটের মধ্যেই সেনাবাহিনী উদ্ধারকাজে নামিয়ে দেয় ১৫০ জন সদস্য। তারা আটকে পড়া গ্রামবাসীদের সরিয়ে নেওয়া এবং প্রাথমিক সহায়তা প্রদান শুরু করে। তবে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হয়।
ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পরিস্থিতি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত বেসামরিক নাগরিকদের সম্ভাব্য সর্বোচ্চ সহায়তা দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।