বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আজকের বিজয় কেবল ৩৬ দিনের নয়, এটি ১৭ বছরের দীর্ঘ আন্দোলন ও ত্যাগের ফল।’
বুধবার (৬ আগস্ট) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালির প্রাক্কালে তিনি এ মন্তব্য করেন।
মির্জা আব্বাস বলেন, ‘রাজনীতিতে ষড়যন্ত্র চলছে। কেউ কেউ আবার এক-এগারোর মতো পরিস্থিতির পূর্বাভাস দিচ্ছেন। গতকাল আমরা বৃষ্টির ভেতরেও ঘোষণাপত্র ঘোষণা করেছি এবং নেতাকর্মীরা তাতে অংশ নিয়েছে। আমি সেই ঘোষণাকে স্বাগত জানাই।’
তবে কিছু বিষয়ে তার আপত্তি রয়েছে বলেও জানান তিনি। মির্জা আব্বাস বলেন, ‘ঘোষণায় ২৩ বছরের সংগ্রামের পর স্বাধীনতা অর্জনের কথা বলা হলেও শহীদ জিয়াউর রহমানের নাম সেখানে উল্লেখ করা হয়নি। এটি দুঃখজনক।’
এদিন ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘রাজনীতিতে মতভেদ থাকলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে মুখ দেখাদেখি বন্ধ হয়ে যাওয়া উচিত নয়। দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
তিনি বলেন, ‘আমাদের মধ্যে মতবিরোধ থাকবে, কিন্তু তা আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে হবে। জাতীয় স্বার্থে ঐক্য বজায় রাখতে হবে। কারণ ধর্ম, মত, চিন্তা ব্যক্তিগত হলেও রাষ্ট্র সবার।’
তারেক রহমান আরও বলেন, ‘গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আমাদের আরও সচেতন হতে হবে। এখন সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার—এই দেশকে নিরাপদ করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে।’
তিনি জনগণকে উদ্দেশ করে বলেন, ‘ফ্যাসিবাদের সময়ে কেউ নিরাপদ ছিল না। জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছিল, দেশকে বন্দিশালায় পরিণত করা হয়েছিল। আজ সেই অন্ধকার থেকে আলোর পথে যাত্রা শুরু হয়েছে।’
২৪ সালের আন্দোলনের সুযোগ কাজে লাগিয়ে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে পারবে না বলে মন্তব্য করেন তারেক রহমান।
তিনি বলেন, ‘এই বিজয় মিছিল হলো একটি পতিত ও দমনমূলক শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্রের পথে ফেরার সূচনা।’