Sunday, August 10, 2025
spot_imgspot_img
Homeবিশেষ সংবাদজুলাই স্মৃতি ফুটসাল টুর্নামেন্টে হামলা: উত্তপ্ত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাস

জুলাই স্মৃতি ফুটসাল টুর্নামেন্টে হামলা: উত্তপ্ত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাস

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত “জুলাই স্মৃতি ফুটসাল টুর্নামেন্ট”-এ হামলার ঘটনা ঘটেছে। কলেজ শিক্ষার্থীদের দাবি, বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে বালুচরের নয়াবাজার এলাকার কিংস ফুটসাল মাঠে স্থানীয় ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত আল মামুন ওরফে ‘বুলেট মামুন’-এর নেতৃত্বে একদল যুবক এই হামলা চালায়। এতে অন্তত ১৮ জন শিক্ষার্থী আহত হন এবং তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ চলাকালীন অতিরিক্ত সময় নিয়ে মাঠ ব্যবহারের জেরে কথা কাটাকাটি শুরু হয়। পরে হামলাকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অতর্কিতভাবে শিক্ষার্থীদের ওপর চড়াও হয়। শিক্ষার্থীরা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজন করায় পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।” এ ঘটনায় একজন হামলাকারীকে আটক করা হয় বলেও জানা গেছে।

অভিযুক্ত বুলেট মামুনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং সে একটি কিশোর গ্যাংয়ের মাধ্যমে এলাকায় অপরাধে জড়িত বলে জানিয়েছে পুলিশ। শাহপরাণ থানার ওসি মনির হোসেন বলেন, “তার কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক পদবি নেই, তবে ছাত্রলীগ নেতা নাজমুল হোসাইনের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে।”

এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments