Thursday, August 7, 2025
spot_imgspot_img
Homeআন্তর্জাতিকঅপরাজেয় ইরান”: ইসরায়েল-মার্কিন আগ্রাসনের প্রতিক্রিয়ায় জেনারেল মুসাভি

অপরাজেয় ইরান”: ইসরায়েল-মার্কিন আগ্রাসনের প্রতিক্রিয়ায় জেনারেল মুসাভি

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি বলেছেন, সাম্প্রতিক মার্কিন-ইসরায়েলি আগ্রাসনে বিশ্ব দেখতে পেয়েছে—ইরানি জাতি কতটা অপ্রতিরোধ্য। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) শহীদ বেসামরিক নাগরিক, সেনাসদস্য ও পারমাণবিক বিজ্ঞানীদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

জেনারেল মুসাভি বলেন, “এই জাতিকে পরাজিত করা যায় না, কারণ তাদের আত্মা ঈমান ও আদর্শিক বিশ্বাস দ্বারা অনুপ্রাণিত। আমেরিকার আগ্রাসনের ইতিহাস এই জাতির মনে গেঁথে আছে।” তিনি আরও বলেন, ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার দিকনির্দেশনা ও জাতির ঐক্যের কারণে একটি নতুন অধ্যায় সূচিত হয়েছে।

১২ দিনের যুদ্ধের কথা উল্লেখ করে তিনি বলেন, “ইরানি জাতির দৃঢ়তা শত্রুদের মনে শুধু ভয় সৃষ্টি করে না, বরং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ শক্তিকে আরও মজবুত করে।”

জেনারেল মুসাভি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সমালোচনা করে বলেন, “তিনি কেবল নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। পশ্চিমাদের উচিত আত্মসমালোচনা করা—তারা কি তাদের ভবিষ্যৎ এমন একজন নেতার হাতে তুলে দেবে?”

তিনি জোর দিয়ে বলেন, “আমেরিকার দেওয়া কাপুরুষোচিত হামলা ইরানি জাতি কখনো ভুলবে না। এই আগ্রাসন আমাদের আরও ঐক্যবদ্ধ ও প্রতিরোধমুখী করেছে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments