চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গানসু ও গুয়াংডংয়ে প্রবল বর্ষণ, হড়পা বান এবং ভূমিধসে ১৭ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৩৩ জন। শুক্রবার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
চীনের আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত গানসু ও গুয়াংডংয়ে ১৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে গানসুর ইউঝৌং, লানঝৌ, লিনজিয়া ও বাইয়িন জেলায় বন্যা দেখা দিয়েছে। ইউঝৌংয়ের জিংলং পার্বত্য এলাকার চারটি গ্রাম থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে চার হাজারেরও বেশি মানুষকে।
প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে গানসুর উত্তরপূর্বাঞ্চলের অনেক এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্যা ও ভূমিধসে বন্ধ হয়ে গেছে অধিকাংশ সড়ক।
অন্যদিকে, গুয়াংডং প্রদেশের একটি গ্রামে ভয়াবহ ভূমিধসের ঘটনায় কাদা ও ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ৭ জনকে জীবিত এবং ১৪ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ রয়েছেন অন্তত ৩৩ জন। ধ্বংস হয়ে গেছে কয়েক ডজন বাড়িঘর।
জুনের মাঝামাঝি থেকে চীনে বর্ষাজনিত নানা দুর্যোগ দেখা দিচ্ছে। গত সপ্তাহে রাজধানী বেইজিংয়ে ভারী বর্ষণ ও হঠাৎ বন্যায় অন্তত ৩০ জন প্রাণ হারান।