Sunday, August 10, 2025
spot_imgspot_img
Homeঅন্যান্যগোলমাল হলে পুরো নির্বাচনী এলাকা বাতিল হবে: সিইসি

গোলমাল হলে পুরো নির্বাচনী এলাকা বাতিল হবে: সিইসি


আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। শনিবার (৯ জুলাই) বিকেলে রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য দেন।

আগস্টের প্রথম সপ্তাহে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল যে, ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা এবং রমজানের আগে ভোট অনুষ্ঠিত হবে। এবার সুনির্দিষ্ট ভোটের সময় জানালেন সিইসি নাসির উদ্দীন।

তিনি সতর্ক করে বলেন, নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। “কোনো একটি নির্বাচনী এলাকায় যদি গোলমাল হয়—হোক তা এক কেন্দ্র, দুই কেন্দ্র কিংবা একাধিক কেন্দ্র—আমরা পুরো কনস্টিটিউয়েন্সি বাতিল করে দেব। যদি দেখি পরিস্থিতি বেশি খারাপ, তাহলে পুরো এলাকার ভোট বন্ধ করে অন্যদিন নেওয়া হবে। সেই আইন প্রণয়নের কাজ এখন চলছে,” যোগ করেন তিনি।

সিইসি আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সচেতনতা কার্যক্রম গ্রহণ করবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে আশ্বস্ত করবে যে, একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

চলতি মাসের শুরুতে নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর এটি ছিল মাঠ প্রশাসনের সঙ্গে সিইসির প্রথম মতবিনিময়। রংপুর সফরে তিনি বিভাগের আট জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি জানান, বিপ্লব-পরবর্তী বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে।

এছাড়া, ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা, ভোটকেন্দ্রে নারী-পুরুষের আলাদা সারি, বয়সভিত্তিক লাইনের মতো নতুন নিয়ম চালু এবং নির্বাচনকে উৎসবমুখর করতে গণমাধ্যমসহ সব পক্ষের সহযোগিতা নেওয়ার পরিকল্পনার কথাও জানান সিইসি।

বিকেলে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রংপুরের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। এর আগে সকালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments