রাজবাড়ীর গোয়ালন্দে সাউথ ইস্ট ইউনিভার্সিটির ছাত্র রিপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামাল পত্তনদার ওরফে কুদ্দুস রহিম শেখকে ভারতের মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ আটক করেছে। শনিবার (৯ আগস্ট) টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিট (সিআইইউ) ৩৭ বছর বয়সী জামালকে দক্ষিণ মুম্বাইয়ের কামাঠিপুরা এলাকা থেকে গ্রেপ্তার করে।
জামাল পত্তনদার রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়ার ফেলু মোল্যা পাড়ার বাসিন্দা হোসেন পত্তনদারের ছেলে। সম্প্রতি রাজবাড়ী আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামাল সাজা এড়াতে ভারত পালিয়ে গিয়ে ২০২৩ সাল থেকে সেখানে অবস্থান করছিলেন।
ভারতে থেকে তিনি ভুয়া পরিচয় তৈরির জন্য জাল আধার কার্ড, প্যান কার্ড ও ভোটার আইডি ব্যবহার করতেন। এছাড়া তার কাছ থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি পাসবুক, আধার আপডেটের স্বীকৃতিপত্র এবং বাংলা ভাষায় লেখা আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ফটোকপি উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব জানান, বিষয়টি তারা গণমাধ্যমের মাধ্যমে জেনেছেন, তবে ভারত থেকে আনুষ্ঠানিক কোনো বার্তা আসেনি।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৬ সেপ্টেম্বর গভীর রাতে বিশ্ববিদ্যালয় ছাত্র রিপনকে মাথা ও বুকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এসময় তার বন্ধু ফরিদ শেখও গুলিবিদ্ধ হন। এ ঘটনায় রিপনের মামা খলিল মণ্ডল ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে মামলা করেন।
গত ২০২৩ সালের ৬ আগস্ট বিকেলে রাজবাড়ী জেলা ও দায়রা জজ মোছা. জাকিয়া পারভীন দৌলতদিয়া যৌনপল্লীতে রিপন হত্যা মামলায় জামাল পত্তনদারকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। একই মামলায় ১২ আসামিকে খালাস দেওয়া হয়। রায় ঘোষণার সময় জামাল পলাতক ছিলেন।