বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচন সহজ কোনো বিষয় হবে না। সোমবার (১১ আগস্ট) নওগাঁয় বিএনপির কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান জানান, বিএনপি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায়। কেউকে হেয় বা ছোট করার মনোভাব তাদের নেই। তারা সবার মতামতকে সম্মান জানিয়ে এগিয়ে যেতে চায়।
তিনি আরও বলেন, যারা এখন সংস্কারের দাবি করছেন, তাদেরকে জানাতে চান যে শহীদ জিয়ার সৈনিকেরা প্রায় আড়াই বছর আগে থেকেই এসব সংস্কারের কথা বলছে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি কী কী সংস্কার করতে চায় এবং কিভাবে রাষ্ট্রকে জনগণের মতো করে গড়ে তুলতে চায়, তা ৩১ দফায় বিস্তারিত উল্লেখ রয়েছে।
তারেক রহমান বলেন, বিএনপির ৩১ দফার সঙ্গে সরকারের ঐকমত্য কমিশনের বক্তব্য বেশিরভাগ ক্ষেত্রেই মিলে যাচ্ছে, মাত্র কয়েকটি বিষয় ছাড়া।
তিনি শোনান, বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার মতো কোনো কাজ তারা করবেন না। আগামী নির্বাচন সহজ হবে না, কারণ এক অদৃশ্য শক্তি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
তারেক রহমান আরও বলেন, বিএনপির সরকারের অভিজ্ঞতা রয়েছে এবং দেশের মানুষ তাদের ওপর আস্থা রাখতে চায়। দেশের ২০ কোটি মানুষ যেভাবে চাইবে সেভাবেই দেশ পরিচালিত হবে এবং ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে।
তিনি প্রত্যাশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকারের নির্ধারিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।