Monday, August 11, 2025
spot_imgspot_img
Homeবাণিজ্যপাঁচ শ্রেণির করদাতাদের অনলাইনে রিটার্ন দাখিল থেকে ছাড় দিয়েছে এনবিআর

পাঁচ শ্রেণির করদাতাদের অনলাইনে রিটার্ন দাখিল থেকে ছাড় দিয়েছে এনবিআর


জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সব করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করলেও বিশেষ পাঁচ ধরনের করদাতাদের এই বাধ্যবাধকতা থেকে মুক্তি দিয়েছে। সোমবার (১১ আগস্ট) এনবিআর এই বিষয়ে বিশেষ আদেশ জারি করেছে। আদেশ অনুযায়ী, অনলাইনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে মুক্তি পাওয়া পাঁচ শ্রেণির করদাতারা হলেন:

১. ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা;
২. শারীরিকভাবে প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (সনদ দাখিলের শর্তে);
৩. বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা;
৪. মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি;
৫. বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক।

তবে এই করদাতারা চাইলে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।

এর আগে ৩ আগস্ট থেকে দেশের সব ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য অনলাইনে (www.etaxnbr.gov.bd) আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছিল।

এনবিআর জানায়, যেসব করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনে সমস্যা থাকার কারণে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারছেন না, তারা ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে যৌক্তিক কারণসহ আবেদন করলে অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদনের মাধ্যমে কাগজে রিটার্ন জমা দিতে পারবেন।

গত বছর সীমিত পরিসরে অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক হওয়ার পর ১৭ লাখের বেশি ব্যক্তি করদাতা অনলাইনে ই-রিটার্ন দাখিল করেছেন।

করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট বা ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ এবং অন্যান্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাপ ব্যবহার করে বাড়ি থেকে কর পরিশোধ করে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারেন। তারা সঙ্গে সঙ্গে রসিদ ও আয়কর সনদ প্রিন্টও নিতে পারবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments