Monday, August 11, 2025
spot_imgspot_img
Homeবিশেষ সংবাদআরকান আর্মি ছেড়ে পালিয়ে অস্ত্রসহ বিজিবির কাছে আত্মসমর্পণ করল যুবক

আরকান আর্মি ছেড়ে পালিয়ে অস্ত্রসহ বিজিবির কাছে আত্মসমর্পণ করল যুবক


মিয়ানমারের রাখাইন থেকে বিদ্রোহী গোষ্ঠী ‘আরকান আর্মি’ ত্যাগ করে পালিয়ে আসা এক বাংলাদেশি যুবক বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করেছেন। সোমবার (১১ আগস্ট) সকালে কক্সবাজারের উখিয়ার বালুখালী থেকে আত্মসমর্পণ করা ওই যুবককে ৬৪ বিজিবি’র উখিয়া ব্যাটেলিয়ন আটক করেছে।
আটককৃত যুবকের নাম জীবন তঞ্চঙ্গ্যা (২১), তিনি নাইক্ষ্যংছড়ির গর্জনবুনিয়া গ্রামের চিংমং তঞ্চঙ্গ্যার ছেলে।
আত্মসমর্পণের সময় উদ্ধার করা হয়েছে একটি একে-৪৭ রাইফেল, ৫২ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগাজিন। সোমবার বিকেলে জীবনকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন ঢাকা পোস্টকে জানান, ব্যক্তিগত নিরাপত্তার কারণে জীবন আরকান আর্মি ছেড়ে পালিয়ে এসেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
তিনি আরও জানান, জীবনকে আটক করে উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এর পাশাপাশি জানা গেছে, ৩০০ জনের মতো আরকান আর্মি সদস্য বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়ে গেছে। আত্মসমর্পণ করা যুবকের দাবি, তারা যে কোনো সময় বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে আত্মসমর্পণ করতে পারে।
অন্যদিকে, গত রাতে সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নে দীর্ঘদিন পর ওপারে গোলাগুলির তীব্র শব্দ শোনা গেছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তের ওপারে শূন্যরেখা থেকে ৩০০ থেকে ৩৫০ মিটার দূরে আরকান আর্মির সঙ্গে অন্য কোনো বিচ্ছিন্নবাদী গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ ঘটতে পারে। যদিও বাংলাদেশের অভ্যন্তরে গোলাগুলি প্রবেশ করেনি, তবুও পরিস্থিতি বিবেচনায় বিজিবি নিরাপত্তা জোরদার করে সতর্ক রয়েছে।
২০২৪ সালের ডিসেম্বর মাসে আরকান আর্মি মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের রাখাইন অঞ্চলের পুরো ২৭১ কিলোমিটার এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি জানিয়েছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments