Monday, August 11, 2025
spot_imgspot_img
Homeআন্তর্জাতিকএয়ার ইন্ডিয়া নয়াদিল্লি-ওয়াশিংটন রুটে ফ্লাইট চলাচল স্থগিত করল

এয়ার ইন্ডিয়া নয়াদিল্লি-ওয়াশিংটন রুটে ফ্লাইট চলাচল স্থগিত করল


ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রুটে এয়ার ইন্ডিয়া অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট পরিচালনা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে সোমবার এ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার সিরিজের বিমানে সাম্প্রতিক সময়ে যান্ত্রিক ত্রুটি দেখা যাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এয়ার ইন্ডিয়ার এক কর্মকর্তা এনডিটিভিকে জানান, যুক্তরাষ্ট্র, ইউরোপ, অস্ট্রেলিয়া সহ দূরপাল্লার ফ্লাইটগুলোতে বোয়িং ৭৮৭-৯ সিরিজের বিমান ব্যবহার করা হয়।
গত ১২ জুন গুজরাটের আহমেদাবাদ থেকে যুক্তরাজ্যের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার একটি ড্রিমলাইনার বিমান উড্ডয়নের পর মুহূর্তের মধ্যে মেঘনিনগর এলাকায় বিধ্বস্ত হয়, যেখানে ২৩০ যাত্রী ও ১২ ক্রুসহ মোট ২৬০ জনের মৃত্যু হয়।
এরপর থেকে এয়ার ইন্ডিয়ার বেশ কিছু ফ্লাইটে যান্ত্রিক সমস্যা দেখা দেয় এবং গত দুই মাসে অনেক ফ্লাইট বাতিল করতে হয়।
এক কর্মকর্তা বলেন, “আহমেদাবাদ দুর্ঘটনার পর যেসব বিমানে সমস্যা ধরা পড়েছে, সবই ড্রিমলাইনার সিরিজের। মেরামত চলায় কিছু বিমান এখন অপারেশন থেকে বাইরে রয়েছে। সচল থাকা বিমান দিয়েই সব রুটে ফ্লাইট পরিচালনা করা আমাদের পক্ষে এখন সম্ভব নয়।”
পাকিস্তান আকাশসীমা বন্ধ রাখায় আন্তর্জাতিক রুটে ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে, ফলে ফ্লাইটের সময় ও দূরত্ব বেড়ে গেছে এবং শিডিউলও পরিবর্তন করতে হচ্ছে। এই কারণটিও নয়াদিল্লি-ওয়াশিংটন রুট বন্ধ রাখার পেছনে রয়েছে।
সেপ্টেম্বর মাসে ওই রুটে টিকিট বুকিং করা যাত্রীদের কোনো সমস্যায় পড়তে হবে না বলে নিশ্চিত করেছেন কর্মকর্তা। তিনি জানান, এয়ার ইন্ডিয়া নয়াদিল্লি থেকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, নিউইয়র্ক সিটি, নেওয়ার্ক, শিকাগো ও সান ফ্রান্সিসকোর মধ্যে ওয়ান স্টপ ফ্লাইট পরিচালনা করে, যাদের মধ্যে শুধু নয়াদিল্লি-ওয়াশিংটন রুট বন্ধ হচ্ছে, বাকিগুলো চালু থাকবে।
যাত্রীদের ওয়াশিংটনে পৌঁছানোর জন্য মার্কিন তিন বিমান সংস্থা আলাস্কা এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারলাইন্স ও ডেল্টা এয়ারলাইন্সের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে কানেক্টিং ফ্লাইটে সমস্যা না হয়, সে ব্যবস্থা গ্রহণ করা হবে।
যারা টিকিট বাতিল করতে চান, তাদের টিকিটের পুরো টাকা ফেরত দেওয়া হবে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments