Tuesday, August 12, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিজামায়াতের বিক্ষোভ সমাবেশ একদিন পিছিয়ে ১৩ আগস্ট

জামায়াতের বিক্ষোভ সমাবেশ একদিন পিছিয়ে ১৩ আগস্ট


জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে ১২ আগস্ট (মঙ্গলবার) রাজধানীতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে অনিবার্য কারণে কর্মসূচির তারিখ পরিবর্তন করে তা একদিন পিছিয়ে ১৩ আগস্ট (বুধবার) একই সময় ও স্থানে অনুষ্ঠিত হবে।

সোমবার রাতে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পূর্বঘোষণা অনুযায়ী, সমাবেশটি রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংক এলাকায় বিকেল ৫টায় হওয়ার কথা ছিল।

জামায়াতের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনগত স্বীকৃতি প্রদান এবং এ সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে এ সমাবেশ আহ্বান করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়—সে লক্ষ্যে এ কর্মসূচি সফল করার জন্য ঢাকা মহানগরী জামায়াতের সকল স্তরের নেতা-কর্মী ও নগরবাসীকে শান্তিপূর্ণ অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে প্রধান অতিথি থাকবেন জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments