Tuesday, August 12, 2025
spot_imgspot_img
Homeবিশেষ সংবাদপাথর লুটের অভিযোগে বিএনপি নেতা সাহাব উদ্দিনের সব পদ থেকে অব্যাহতি

পাথর লুটের অভিযোগে বিএনপি নেতা সাহাব উদ্দিনের সব পদ থেকে অব্যাহতি


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনকে পাথর লুট ও চাঁদাবাজির অভিযোগে দলীয় সব পদ থেকে স্থগিত করা হয়েছে। সোমবার বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

সাহাব উদ্দিন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতিও বটে। তার পরিবর্তে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।

সরকার বদলের পর সাহাব উদ্দিনকে ভোলাগঞ্জে সরকারি একশ’রও বেশি একর জমি দখলদার হিসেবে অভিযুক্ত করা হয়। এ সময় ভোলাগঞ্জ স্থলবন্দর ও পর্যটন কেন্দ্রের নির্মাণাধীন সীমানা প্রাচীর ভাঙা হয় এবং নির্মাণ সামগ্রী লুট হয়। ভোলাগঞ্জের রেলওয়ের সংরক্ষিত এলাকা ও সাদা পাথর পর্যটন কেন্দ্রে পাথর চুরি ও লুটপাটের পেছনে তার নাম উঠে আসে।

বিশেষ করে ভোলাগঞ্জ পাথর কোয়ারি ও স্থানীয় বাংকার থেকে লুট হওয়া পাথর এখনো তার নিয়ন্ত্রণাধীন এলাকায় নদীর তীরে ডাম্পিং করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়।

বিভিন্ন অভিযোগের ভিত্তিতে গত মার্চে জেলা বিএনপি তাকে শোকজ করেছিল এবং পরবর্তীতে তার বিরুদ্ধে দলীয় তদন্ত করা হয়। ধারণা করা হচ্ছে, ওই তদন্ত প্রতিবেদনকে মাথায় রেখে কেন্দ্রীয় কমিটি তাকে সোমবার সব পদ থেকে অব্যাহতি দিয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments