Tuesday, August 12, 2025
spot_imgspot_img
Homeখেলাধুলাক্রিশ্চিয়ানো রোনালদো বিয়ের পিঁড়িতে, সঙ্গে আছেন প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ

ক্রিশ্চিয়ানো রোনালদো বিয়ের পিঁড়িতে, সঙ্গে আছেন প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ


অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তার জীবনসঙ্গিনী হচ্ছেন দীর্ঘদিনের প্রেমিকা আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজ। সম্প্রতি তারা বাগদান সম্পন্ন করেছেন, যা জর্জিনা নিজেই সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন।
জর্জিনা ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন যেখানে তার বাঁ হাতের ওপর হীরার আংটি দেখা যাচ্ছে। ক্যাপশনে লিখেছেন, ‘আমি রাজি। এটা শুধু এই জীবনেই নয়, আমার সব জন্মেই।’
এই পোস্টের মাধ্যমে স্পষ্ট হয়েছে, আল নাসরের পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো বিয়ের প্রস্তাব দিয়ে আংটি উপহার দিয়েছেন জর্জিনাকে। যদিও এর আগেও রোনালদো নিজেই তাদের বিয়ে নিয়ে ইঙ্গিত দিয়ে ছিলেন।
জর্জিনার নেটফ্লিক্স ডকুসিরিজ ‘আই অ্যাম জর্জিনা’তে রোনালদো বলেছিলেন, ‘সঠিক সময়ে আমরা বিয়ে করব।’ এবার এক্সক্লুসিভ এনগেজমেন্ট রিং উপহার দিয়ে তিনি সেই কথাকে আরেক ধাপ এগিয়ে নিয়ে গেছেন।
তবে তারা কখন বিয়ে করবেন, সেটি এখনও জানা যায়নি। ২০১৬ সালে স্পেনের এক শোরুমে প্রথমবার দেখা হয় রোনালদো ও জর্জিনার। সেখান থেকেই তাদের প্রেমের শুরু। প্রথমে প্রেমের বিষয়টি গোপন রাখলেও পরে প্রকাশ্যে আসেন তারা।
২০১৭ সালের নভেম্বরে জর্জিনা রোনালদোর প্রথম সন্তানের মা হন। ২০২২ সালে জন্ম নেয় তাদের দ্বিতীয় সন্তান। পাশাপাশি রোনালদো পূর্বের সন্তানদের দায়িত্বও গ্রহণ করেছেন জর্জিনা।
সব মিলিয়ে প্রেমিকা জর্জিনাকে নিয়ে সুখের সময় পার করছেন রোনালদো। এবার বিয়ে করে তারা তাদের সম্পর্ককে চূড়ান্ত রূপ দিতে যাচ্ছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments