সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন হাফেজ আব্দুল্লাহ আল মারুফ। এ প্রতিযোগিতায় বিশ্বের ১৭৪টি দেশের হাফেজেরা অংশগ্রহণ করেছেন। নরসিংদীর হাফেজ আব্দুল্লাহ আল মারুফ নারায়ণগঞ্জের সানারপাড়ায় অবস্থিত আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র, যেটি প্রতিষ্ঠা করেছেন মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা।
মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা জানান, আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় ৩০ পারা বিভাগে অংশ নিয়েছেন তার ছাত্র হাফেজ আব্দুল্লাহ আল মারুফ। আর ১৫ পারা বিভাগে অংশগ্রহণ করেছেন হাফেজ নেসার আহমদ নাসিরীর ছাত্র হাফেজ বশির আহমেদ।
হাফেজ আব্দুল্লাহ আল মারুফ ও হাফেজ বশির আহমেদের শিক্ষকরা দেশবাসীর কাছে তাদের জন্য দোয়া চেয়েছেন যেন তারা লাল-সবুজের পতাকার গর্বজনক প্রতিনিধিত্ব করতে সক্ষম হন।
উল্লেখ্য, ৭ আগস্ট প্রতিযোগীরা সৌদি আরবে পৌঁছেন এবং ৮ আগস্ট থেকে প্রতিযোগিতা শুরু হয়েছে। বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২০ আগস্ট।
সৌদি আরবে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজ মারুফ ও বশিরের অংশগ্রহণ
RELATED ARTICLES