Wednesday, August 13, 2025
spot_imgspot_img
Homeসর্বশেষশিবগঞ্জে কৃষক লীগের নেতার বিরুদ্ধে ৪ কোটি টাকার মাছ চুরির অভিযোগ

শিবগঞ্জে কৃষক লীগের নেতার বিরুদ্ধে ৪ কোটি টাকার মাছ চুরির অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. আলফাজের বিরুদ্ধে প্রায় ৪ কোটি টাকার মাছ চুরি এবং হামলার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের একটি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ওয়াকাফ এস্টেটের প্রতিনিধি সাইদুল ইসলাম রানা এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি আলফাজ প্রায় ৪ কোটি টাকার মাছ চুরি করেন এবং এস্টেটের দুই কর্মীকে পঙ্গু করে দেন। এ ঘটনার পরপরই ১৩ ফেব্রুয়ারি শিবগঞ্জ থানায় দুটি মামলা করা হয়। এর পরেও আলফাজ আদালতের নির্দেশ অমান্য করে মাছ ধরা অব্যাহত রেখেছেন এবং এস্টেটের দায়িত্বশীলদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন।

সাইদুল ইসলাম আরও বলেন, গত ২১ মার্চ গভীর রাতে সেনাবাহিনীর উপস্থিতিতে বিল থেকে মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছিল। কিন্তু আলফাজ ও তার সহযোগীরা সরঞ্জাম থানায় নিয়ে যাওয়ার পথে হামলা চালিয়ে সেগুলো ছিনিয়ে নেয়। হামলায় আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। চার মাস পার হলেও এখনো ওই হামলার মামলা হয়নি বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে আলফাজের বিরুদ্ধে দুর্নীতি, চেক জালিয়াতি ও আরও একাধিক মামলা রয়েছে বলে অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments