বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, পটুয়াখালীতে বর্তমানে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই, কারণ চাঁদা নিয়ে সব কিছুই বিএনপির নিয়ন্ত্রণে চলে গেছে। তিনি মঙ্গলবার সকাল ১১টায় দুমকি উপজেলায় অনুষ্ঠিত বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসীম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন মতিউর রহমান দীপু।
আলতাফ হোসেন চৌধুরী আরও জানান, ৫ আগস্ট ২০২৪ সালের পর থেকে পটুয়াখালীতে যারা চাঁদাবাজি করেছে, তাদের নাম-ঠিকানা ও ছবি আমাদের কাছে এবং দেশের সকল গোয়েন্দা সংস্থার কাছে রয়েছে। সময় এলে কাউকেই ছাড় দেওয়া হবে না। ঠিক সময় হলে দৃঢ়তার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কেউ পালানোর সুযোগ পাবে না।
সভায় জেলা বিএনপির নেতা বায়েজিদ আহমেদ পান্না, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর দেলোয়ার হোসেন, মজিবুর রহমানসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েকশত নেতাকর্মী সভায় অংশগ্রহণ করেন।