গাজা উপত্যকায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে দখলদার ইসরায়েলের বর্বরতা শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ২০ হাজার ভারতীয় ইসরায়েলে গেছেন বলে জানিয়েছে ভারত সরকার।
মূলত শ্রমিক হিসেবে তারা সেখানে পাড়ি জমিয়েছেন। যুদ্ধের আগে ইসরায়েলে বহু ফিলিস্তিনি কাজ করতেন। কিন্তু যুদ্ধ শুরু হলে অনেকে কাজ হারান বা ছেড়ে দেন। এই শূন্যস্থান পূরণের সুযোগ নিতে ভারতীয় শ্রমিকরা সেখানে গেছেন।
গত সপ্তাহে ভারতের সংসদে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন এক সংসদ সদস্য। জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং জানান, ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত অন্তত ২০ হাজার ভারতীয় ইসরায়েলে গেছেন। এর মধ্যে ভারত-ইসরায়েল চুক্তির আওতায় ৬ হাজার ৭৩০ জন নির্মাণ শ্রমিক ও ৪৪ জন সেবাকর্মী রয়েছেন। পাশাপাশি বেসরকারি উদ্যোগে সেবাখাতে ৭ হাজার এবং নির্মাণখাতে আরও ৬ হাজার ৪০০ জন গেছেন।
যুদ্ধকালেও ইসরায়েলের অর্থনীতি সচল রাখতে ভারতের অবদান স্পষ্ট হয়ে উঠেছে এই তথ্য থেকে। যেখানে বিশ্বের বহু দেশ ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, সেখানে ভারত তাদের সহায়তা করছে।
যুদ্ধের শুরুতে ইসরায়েল প্রায় ৭০ হাজার ফিলিস্তিনির কর্ম অনুমতি বাতিল করায় দেশটিতে শ্রমিক সংকট দেখা দেয়।
এদিকে ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত ৬১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন দেড় লাখেরও বেশি মানুষ। নিহতদের মধ্যে প্রায় ১৯ হাজারই শিশু।
যুদ্ধের সুযোগে ইসরায়েলে ২০ হাজার ভারতীয় শ্রমিক
RELATED ARTICLES