ইতালির জেনোয়া বন্দরের কর্মীরা দাবি করেছেন, যুক্তরাষ্ট্র থেকে ইসরাইলের উদ্দেশে অস্ত্র বহন করছিল সৌদি পতাকাবাহী জাহাজ ‘বাহরি ইয়ানবু’। তবে এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে সৌদি আরবের জাতীয় জাহাজ পরিবহন প্রতিষ্ঠান বাহরি।
গত শুক্রবার জেনোয়া বন্দরে নোঙর করা অবস্থায় জাহাজটি আটক করার দাবি করে স্থানীয় কর্মীরা। তাদের অভিযোগ, জাহাজে আগে থেকেই অস্ত্র ও গোলাবারুদ মজুত ছিল, যা ইসরাইলে পাঠানোর কথা। কর্মীদের দাবি অনুযায়ী, প্রায় ৪০ জন ইউনিয়ন সদস্য জাহাজে উঠে ওই চালান শনাক্ত করেন। ‘বাহরি ইয়ানবু’ যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড থেকে যাত্রা করে জেনোয়া পৌঁছায় এবং পরে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি যাওয়ার কথা ছিল।
তবে বাহরি তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, ইসরাইলে অস্ত্র পরিবহনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। প্রতিষ্ঠানটি স্পষ্ট করেছে, তারা কখনও ইসরাইলের জন্য কোনো পণ্য বা চালান পরিবহন করেনি এবং এমন কোনো কর্মকাণ্ডে জড়িত ছিল না।
বাহরি আরও জানায়, তাদের সব কার্যক্রম কঠোর তদারকি ও স্পষ্ট পর্যালোচনা পদ্ধতির মাধ্যমে পরিচালিত হয়, যাতে সব প্রযোজ্য আইন ও বিধিবিধান মেনে চলা নিশ্চিত হয়। সংস্থাটি সতর্ক করে দিয়েছে, তাদের সুনাম বা নীতিকে ক্ষুণ্ণ করতে পারে—এমন যেকোনো অভিযোগের বিরুদ্ধে তারা আইনি ব্যবস্থা নিতে প্রস্তুত।