কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনায় নাইক্ষ্যংদিয়া এলাকায় মাছ ধরতে গিয়ে পাঁচ বাংলাদেশি জেলেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা ধরে নিয়ে গেছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে নাফ নদ ও বঙ্গোপসাগরের মোহনা সংলগ্ন এলাকায় স্পিডবোটযোগে এসে অস্ত্রের মুখে জেলেদের ধরে নিয়ে যাওয়া হয়।
ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন—শাহ পরীর দ্বীপের আলী আহমদের ছেলে ইলিয়াস (৪১), ইলিয়াসের ছেলে আক্কল আলী (২০), নুর হোসেন (১৮), কালু মিয়ার ছেলে সাবের হোসেন (২২) ও নুর হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২৫)। তারা সবাই টেকনাফের সাবারং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ জালিয়া পাড়া গ্রামের বাসিন্দা।
শাহ পরীর দ্বীপ জালিয়াপাড়ার জেলে সমিতির সভাপতি আবদুল গনি জানান, একই পরিবারের তিনজনসহ পাঁচ জেলে নৌকায় সাগরে মাছ ধরতে গিয়ে ফেরার পথে আরাকান আর্মির সদস্যদের হাতে আটক হন। ঘটনার পরপরই জেলেদের স্বজনরা বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃপক্ষকে অবহিত করেছেন।
সাবারং ইউনিয়নের ইউপি সদস্য আবদুস সালাম ঘটনাটি নিশ্চিত করেছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “ঘটনার খবর পেয়েছি, বিষয়টি তদন্তাধীন রয়েছে।”
এ ঘটনায় জেলেদের পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত জেলেদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন।