Thursday, August 14, 2025
spot_imgspot_img
Homeবিশেষ সংবাদযশোরে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা

যশোরে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা


যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে মঙ্গলবার (১৩ আগস্ট) রাত ১২টার দিকে রেজাউল ইসলাম নামে একজন আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রেজাউল ওই গ্রামের গোলাম তরফদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে একদল দুর্বৃত্ত রেজাউলকে বাড়ি থেকে ডেকে চায়ের দোকানে নিয়ে যায়। সেখানে চা পান শেষে বাড়ি ফেরার পথে তারা তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, “নিহত রেজাউল ইসলাম দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন এবং তার নামে একাধিক মামলা রয়েছে। হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments