Thursday, August 14, 2025
spot_imgspot_img
Homeসর্বশেষসাতক্ষীরা জেলার অ্যাম্বুলেন্স খাদে পড়ে স্ত্রীর মৃত্যু

সাতক্ষীরা জেলার অ্যাম্বুলেন্স খাদে পড়ে স্ত্রীর মৃত্যু


খুলনায় অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ময়না (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার নতুন রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ময়না সাতক্ষীরা জেলার মৌতলা গ্রামের বাসিন্দা এবং আরিফ মোল্লার স্ত্রী। ঘটনার পর থেকে অ্যাম্বুলেন্সের চালক পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে আরিফ মোল্লার পিঠের টিউমার অপারেশনের জন্য তারা একটি অ্যাম্বুলেন্সে বাড়ি থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দেন। ডুমুরিয়া উপজেলার নতুন রাস্তায় পৌঁছালে অ্যাম্বুলেন্সের চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অ্যাম্বুলেন্সে থাকা চারজনের মধ্যে তিনজন গুরুতরভাবে আহত হননি, তবে ময়না ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে নিয়ে যান।

খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল করিম বলেন, “সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করি। পরে তাদের চিকিৎসার জন্য ডুমুরিয়া হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় ময়নার মৃত্যু হয়। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments