Thursday, August 14, 2025
spot_imgspot_img
Homeদেশের খবরজাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের এক মাসের আলটিমেটাম

জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের এক মাসের আলটিমেটাম


এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আবারও এক মাসের সময়সীমা ঘোষণা করেছে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কর্মবিরতির কর্মসূচি পালন করবে সংগঠনটি।

বুধবার (১৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা ও সচিবের সঙ্গে বৈঠক শেষে প্রেস ক্লাবের সামনে এসে সংগঠনের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এই ঘোষণা দেন।

তিনি জানান, আগামী ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস এবং ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে। এরপরও দাবি পূরণ না হলে ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি চালানো হবে।

দেলাওয়ার হোসেন বলেন, শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এমপিওভুক্ত কর্মচারীদের বাড়ি ভাড়া ৫০% থেকে ৭৫% করার জন্য প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এছাড়া চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০০ টাকা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে মন্ত্রণালয় জানিয়েছে, সব দাবি একসাথে পূরণ সম্ভব নয়; এজন্য অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে।

তিনি আরও জানান, সংগঠনটি মূলত বাড়ি ভাড়া ভাতার বৃদ্ধির ওপর জোর দিচ্ছে। যদি নির্ধারিত সময়ের মধ্যে অর্থ মন্ত্রণালয়ে ডিউ লেটার পাঠানো না হয়, তাহলে ঘোষিত কর্মসূচি কঠোরভাবে পালন করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments