বাংলাদেশে সেনা অভ্যুত্থানের আশঙ্কা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তা ভিত্তিহীন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্ট চেকিং বিভাগ—সিএ প্রেস উইং ফ্যাক্টস। শুক্রবার (৩১ জানুয়ারি) সিএ প্রেস উইং ফ্যাক্টসের ফেসবুক পেজে পোস্ট করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় গণমাধ্যম দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে হাইব্রিড যুদ্ধের কৌশল ব্যবহার করছে। এর মাধ্যমে বাংলাদেশের জনগণ এবং প্রতিষ্ঠানগুলোকে কলঙ্কিত করার চেষ্টার অংশ হিসেবে তারা ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। এই ধরনের অপতথ্য বা মিথ্যা খবর মূলত বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে ছড়ানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, কোনো টার্গেটকে বিভক্ত করতে এবং তার বন্ধু ও সহযোগীদের কাছ থেকে তাকে আলাদা করতে হাইব্রিড যুদ্ধের কৌশল হিসেবে অপতথ্য ব্যবহার করা হয়।
বিবৃতিতে আরো বলা হয়, এসব খবর সাধারণত বানোয়াট গল্পের মাধ্যমে শুরু হয়, যা কোনো তথ্যপ্রমাণ ছাড়াই বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং প্রথমদিকে বিশ্বাসযোগ্যতা অর্জন করে। এর পর, এই অপপ্রচারটি আরও বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে যায় এবং এতে বিভ্রান্তি সৃষ্টি হয়। প্রেস উইংয়ের মতে, আনন্দবাজার পত্রিকার প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে যে গল্প উপস্থাপন করা হয়েছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই। এই গল্পটি বলিউড সিনেমার মতো কাল্পনিক এবং ভিত্তিহীন।
প্রেস উইং আরও উল্লেখ করেছে, সংবাদমাধ্যমটির উদ্দেশ্য ছিল বাংলাদেশের সার্বভৌমত্ব ও মর্যাদাকে ক্ষুণ্ণ করা, আর এ কাজের জন্য তারা আনন্দবাজার পত্রিকাকে ব্যবহার করেছে। এই ধরনের প্রতিবেদনগুলো বাংলাদেশের জনগণ ও তার সরকারের মধ্যে বিভাজন সৃষ্টি করার জন্য অপপ্রচারের অংশ হিসেবে চলতে থাকে, যা আন্তর্জাতিক সম্পর্কেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।
এদিকে, আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনের পর সিএ প্রেস উইং জানিয়েছে, সাংবাদিকদের দায়িত্ব হলো প্রকৃত তথ্য সংগ্রহ করা এবং জনগণের কাছে সঠিক খবর পৌঁছানো। কিন্তু যদি কোনো সংবাদমাধ্যম ভ্রান্ত তথ্য প্রচার করে, তবে সেটি বিপজ্জনক হতে পারে।
শেষে, প্রেস উইং সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, তারা কীভাবে তাদের সাংবাদিকতার পেশাকে মান্য করবেন, তা তাদের উপর নির্ভর করে। তারা বাস্তব ভিত্তিতে তথ্য সংগ্রহ করবেন, না কি বন্ধুসুলভ প্রতিবেশীর সার্বভৌমত্বের মর্যাদা ক্ষুণ্ণ করার প্রচারণায় অংশ নেবেন, সেটি তাদেরই বেছে নিতে হবে।