ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটার হয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও জুলাই বিপ্লবের সম্মুখসারির সমন্বয়ক নাহিদ ইসলাম।
সম্প্রতি তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে মাস্টার্সে পুনঃভর্তি নিয়ে ভোটাধিকার নিশ্চিত করেছেন। বিভাগীয় সূত্রে জানা যায়, গত রোববার তিনি ভর্তির সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এর ফলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশিত ডাকসুর চূড়ান্ত ভোটার তালিকায় তার নাম যুক্ত হয়েছে।
এ বিষয়ে সমাজবিজ্ঞান বিভাগের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মো. আবুল কালাম আজাদ জানান, “নাহিদ ইসলাম মাস্টার্সে পুনঃভর্তির জন্য আবেদন করেছিলেন। তিনি আগে মাস্টার্স সম্পন্ন করেননি।”
উল্লেখ্য, নাহিদ ইসলাম দীর্ঘদিন ধরে ছাত্র অধিকার আন্দোলন, গণতান্ত্রিক কার্যক্রম ও জুলাই বিপ্লবের সঙ্গে যুক্ত থেকে সক্রিয় ভূমিকা পালন করছেন। এবার ডাকসু নির্বাচনে ভোটার হিসেবে অন্তর্ভুক্তি শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে।