ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় আরও এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিহত শিক্ষিকা মাহফুজা (৪৫)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মাহফুজার শরীরের প্রায় ২৫ শতাংশ দগ্ধ ছিল। মৃত্যুর সময় তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।
প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ৩৫ জনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই শিশু। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৩ জন এবং চিকিৎসা শেষে ১৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২১ জুলাই দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় প্রথম দিনেই একাধিক হতাহতের খবর পাওয়া যায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত নিহতের সংখ্যা ছিল ৩৪ জন। আজ মাহফুজার মৃত্যুতে সেই সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫ জনে।
দুর্ঘটনার পর থেকেই জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীনদের জীবন বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। তবে দগ্ধদের শারীরিক অবস্থা জটিল হওয়ায় আশঙ্কা করা হচ্ছে