Thursday, August 14, 2025
spot_imgspot_img
Homeদেশের খবরপটুয়াখাতায় ১.৮ কেজির ইলিশ বিক্রি প্রায় ৬ হাজার টাকায়

পটুয়াখাতায় ১.৮ কেজির ইলিশ বিক্রি প্রায় ৬ হাজার টাকায়

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ধরা পড়া একটি বড় ইলিশ মাছ বিক্রি হয়েছে প্রায় ৬ হাজার টাকায়। ইলিশটির ওজন ১ কেজি ৮০০ গ্রাম। গঙ্গামতি এলাকায় সুনু মাঝি নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে সমুদ্রে জাল তোলার সময় মাছটি উঠে আসে। পরে কুয়াকাটা মেয়র বাজারে নিয়ে আসলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী নাসির উদ্দিন ‘রাসেল ফিশ’ নিলামের মাধ্যমে ৫ হাজার ৬২৫ টাকায় মাছটি কিনে নেন।

জানা গেছে, ডাকের মাধ্যমে ১ লাখ ২৫ হাজার টাকা মণ দরে মাছটি বিক্রি হয়েছে। মাছটি কেনার পর মৎস্য ব্যবসায়ী এটি বিক্রির জন্য রেখেছেন। নাসির উদ্দিন বলেন, “বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকায় খুঁটা জাল দিয়ে মাছটি শিকার করি। এমন বড় সাইজের ইলিশ এখন খুব কম ধরা পড়ে। আজ মাছটি কিনেছি লাভের আশায়, সামান্য ব্যবসা হলেই বিক্রি করে দেব।”

জেলে সুনু গাজী জানান, “আজ ট্রলারে শুধুমাত্র একটি মাছ পেয়েছি। সাগরে বড় ইলিশের সংখ্যা খুবই কম, তবে যা ধরা পড়েছে তা সাইজে বড় হওয়ায় ভালো দাম পেয়েছি। বেশি মাছ না পেলেও আল্লাহ যা দিয়েছেন তাতে আমি খুশি।”

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “বড় সাইজের ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরা এখন বড় ইলিশ পাচ্ছে। ইলিশের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আশা করা যায় সামনের দিনগুলোতে মাছের পরিমাণ আরও বাড়বে এবং দামও কমে আসবে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments