Thursday, August 14, 2025
spot_imgspot_img
Homeখেলাধুলা‘ইংল্যান্ড-তুরস্ক নয়, মায়ের পাশে হাসপাতালে’—তাওহীদ হৃদয় গুজবের বিরুদ্ধে সাফাই

‘ইংল্যান্ড-তুরস্ক নয়, মায়ের পাশে হাসপাতালে’—তাওহীদ হৃদয় গুজবের বিরুদ্ধে সাফাই

জাতীয় ক্রিকেট দলের ক্যাম্প চলছে এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের জন্য, কিন্তু সেখানে দেখা যাচ্ছে না ডানহাতি ব্যাটার তাওহীদ হৃদয়কে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এবং কিছু সংবাদমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যে, চুল পড়ার চিকিৎসার জন্য তিনি লন্ডন বা তুরস্কে অবস্থান করছেন।

এই গুজবের জবাব দিয়েছেন হৃদয় নিজেই। বুধবার নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন, তিনি দেশে ফিরেছেন বেশ কয়েকদিন আগে। বর্তমানে সিরাজগঞ্জের এনায়েতপুরে তার ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য হাসপাতালে রয়েছেন।

হৃদয় লিখেছেন, “দেশে এসেছি বেশ কয়েকদিন হলো। মায়ের ক্যান্সার চিকিৎসার জন্য সকাল থেকে সিরাজগঞ্জের এনায়েতপুরের একটি হাসপাতালে দৌড়াদৌড়ি করছি। এরকম সময়ে আমি ইংল্যান্ড নাকি তুরস্ক—সেটা যাচাই করার জন্য এত ফোন?”

গুজবের সমালোচনা করে তিনি আরও বলেন, “ভিউ বাণিজ্যের জন্য আর কত নিচে নামবেন আপনারা? পাবলিক ফিগার হলেও আমি একজন মানুষ। আমারও পারিবারিক সমস্যা থাকতে পারে। মানসিকভাবে সবসময় ঠিক থাকাও সম্ভব নয়।”

গত ৬ আগস্ট হৃদয় সামাজিক যোগাযোগমাধ্যমে লন্ডন সফরের কিছু ছবি শেয়ার করেছিলেন। সেখান থেকেই শুরু হয় আলোচনা। অনেকে ধরে নেন তিনি এখনও বিদেশে আছেন এবং শিগগিরই ক্যাম্পে যোগ দেবেন। কিন্তু হৃদয়ের ব্যাখ্যা সব জল্পনা কল্পনা শেষ করে দিয়েছে—এখন তার একমাত্র মনোযোগ মায়ের পাশে থাকা ও তার চিকিৎসা নিশ্চিত করা।

জাতীয় দলের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে ক্রিকেটপ্রেমীদের কাছে পরিচিত তাওহীদ হৃদয়। তবে এই মুহূর্তে ব্যাট-বল নয়, তার লড়াই তার মায়ের সুস্থতার জন্য এক ব্যক্তিগত যুদ্ধে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments