আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি এ বছর আবারো পা রাখতে যাচ্ছেন ভারতে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হবে তার বিশেষ সফর—‘গোট (গ্রেটেস্ট অব অল টাইম) ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’। ইভেন্ট প্রমোটার শতদ্রু দত্ত সংবাদ সংস্থা পিটিআই-কে জানান, মেসি নিজেই ২৮ আগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে এই সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।
সফরের সূচনা হবে কলকাতা থেকে। সেখানে দুই দিন এক রাত অবস্থান করবেন মেসি। আয়োজিত হবে ভক্তদের সঙ্গে ‘মিট অ্যান্ড গ্রিট’ সেশন, সঙ্গে বিশেষ খাবার ও চায়ের আয়োজন। কলকাতায় মেসির জন্য নির্মাণ করা হবে তার সবচেয়ে বড় ভাস্কর্য—২৫ ফুট উচ্চতা ও ২০ ফুট প্রস্থের এই মূর্তিটি বিশেষ আকর্ষণ হয়ে উঠবে। ইডেন গার্ডেন্স বা সল্ট লেক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘গোট কনসার্ট’ ও ‘গোট কাপ’, যেখানে উপস্থিত থাকবেন ক্রীড়াঙ্গন ও বিনোদন জগতের তারকারা।
পরদিন ১৩ ডিসেম্বর আহমেদাবাদে আদানি ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর ১৪ ডিসেম্বর মুম্বাইয়ে ব্রাবোর্ন সিসিআই স্টেডিয়ামে ভক্তদের সঙ্গে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠিত হবে। একইদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে ‘গোট কনসার্ট’ ও ‘গোট কাপ’। মুম্বাই প্যাডেল গোট কাপে মেসি খেলবেন বলিউড ও ক্রীড়াঙ্গনের তারকাদের সঙ্গে। এছাড়া শচিন টেন্ডুলকার, ধোনি ও রোহিত শর্মার সঙ্গে মেসির সাক্ষাতের পরিকল্পনা রয়েছে।
সফরের সমাপনী হবে ১৫ ডিসেম্বর নয়াদিল্লিতে। সেদিন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন।
উল্লেখ্য, এটি মেসির প্রথম ভারত সফর নয়। এর আগে ২০১১ সালে তিনি প্রথমবারের মতো ভারত সফর করেছিলেন। তবে এবারের সফর নানা আয়োজন ও জমকালো উদযাপনে হয়ে উঠবে আরও ব্যতিক্রমধর্মী।