Sunday, August 17, 2025
spot_imgspot_img
Homeজাতীয়রাষ্ট্রপতির ছবি সরানোর বিষয়টি ভোটের সঙ্গে সম্পর্কিত নয়: পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান

রাষ্ট্রপতির ছবি সরানোর বিষয়টি ভোটের সঙ্গে সম্পর্কিত নয়: পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি বিদেশি মিশন থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে খবর শুনেছেন জানিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এ বিষয়ে সঠিক প্রেক্ষাপট তার জানা নেই। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, রাষ্ট্রপতির ছবি সরানোর বিষয়টির সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই। নির্বাচন কমিশন ইতোমধ্যে জানিয়েছে, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সময় রিজওয়ানা হাসান আরও জানান, চীনের সহযোগিতায় তিস্তা মহা প্রকল্পের কাজ আগামী জানুয়ারি থেকে শুরু হবে। ১০ বছরের মেয়াদি এ প্রকল্পের প্রধান লক্ষ্য হবে নদীভাঙন ও বন্যা নিয়ন্ত্রণের পাশাপাশি শুষ্ক মৌসুমে পানি ধরে রাখা।

সিলেটে পাথর লুটের বিষয়ে তিনি বলেন, স্থানীয় প্রশাসনের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা ছিল, অথবা প্রশাসন এ ঘটনায় নীরব থেকেছে। এ বিষয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং দ্রুতই সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments