প্রায় এক দশক আগে মুক্তি পাওয়া ‘ধূমকেতু’ সিনেমাটি দেব-শুভশ্রী জুটির ভক্তদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা সৃষ্টি করেছিল। পশ্চিমবঙ্গের সিনেমা হলে ছবিটি দেখার জন্য দর্শকরা লাইন করেছিলেন। এবার এই ছবি বাংলাদেশেও মুক্তি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন প্রযোজক রানা সরকার।
রানা সরকার সামাজিক মাধ্যমে জানিয়েছেন, তিনি বাংলাদেশের সাংস্কৃতিক ও সিনেমাপ্রেমী মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘ধূমকেতু’ বাংলাদেশে মুক্তি দিতে আগ্রহী। তিনি বিশেষভাবে বাংলাদেশ সরকারের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর কাছে অনুরোধ জানিয়েছেন।
ফেসবুকে রানা সরকার লিখেছেন, “বাংলাদেশে ‘ধূমকেতু’ রিলিজ দিতে আমরা আগ্রহী। বাংলাদেশ সরকার ও মাননীয় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আমাদের আবেদন মঞ্জুর করুন।” তিনি আরও লিখেছেন, “বাংলাদেশের দেব-শুভশ্রী ফ্যান ও দর্শকদের অনুরোধ করছি, সরকারের কাছে মুক্তির অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করুন।”
‘ধূমকেতু’ পশ্চিমবঙ্গে ১৪ আগস্ট মুক্তি পেয়েছে এবং প্রথম দিনেই ২৫০টিরও বেশি হাউসফুল শো হয়েছে। প্রযোজক জানিয়েছেন, মুক্তির দিনেই সিনেমাটি দুই কোটি রুপির বেশি আয় করেছে। আগামী ২২ আগস্ট সিনেমাটি সারা ভারতে মুক্তি পাবে।
সিনেমায় দেব ও শুভশ্রীর পাশাপাশি রুদ্রাণী ঘোষ, দুলাল রায়, অলকানন্দা রায়, পরমব্রত চট্টোপাধ্যায় এবং চিরঞ্জিৎ চক্রবর্তী প্রমুখ অভিনয় করেছেন