যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি রেস্তোরাঁয় ভয়াবহ বন্দুক হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। স্থানীয় সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, রোববার ভোররাত ৩টা ৩০ মিনিটের কিছু আগে ক্রাউন হাইটস এলাকার ফ্র্যাঙ্কলিন অ্যাভিনিউতে অবস্থিত টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ রেস্তোরাঁ বন্ধ হওয়ার সময় এ ঘটনা ঘটে।
নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, হামলায় একাধিক বন্দুকধারী জড়িত ছিল। ঘটনাস্থল থেকে অন্তত ৩৬টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে, যা বিভিন্ন আগ্নেয়াস্ত্র থেকে ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত তিনজনের মধ্যে দু’জনের বয়স যথাক্রমে ২৭ ও ৩৫ বছর। অপরজনের বয়স এখনো নিশ্চিত করা যায়নি।
আহতদের বয়স ২৭ থেকে ৬১ বছরের মধ্যে। মোট ১১ জন ভুক্তভোগীর মধ্যে আটজন পুরুষ ও তিনজন নারী। পুলিশ বলছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
কমিশনার টিশ এক সংবাদ সম্মেলনে বলেন, “এ ধরনের হামলা দুঃখজনক ও ভয়াবহ। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, চলতি বছর নিউইয়র্ক সিটিতে সাত মাস শেষে গুলির ঘটনা এবং ভুক্তভোগীর সংখ্যা গত বছরের তুলনায় সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। তাই আজকের এই হামলাকে অস্বাভাবিক ঘটনা হিসেবেই দেখা হচ্ছে।”
পুলিশ এখনো কোনো হামলাকারীকে গ্রেপ্তার করতে পারেনি। এ ঘটনায় দায়ীদের শনাক্ত ও আটক করতে ইতোমধ্যেই ব্যাপক অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নিউইয়র্কে গুলিবর্ষণের এ ঘটনা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হামলার কারণ স্পষ্টভাবে বলা সম্ভব নয়।a