Monday, August 18, 2025
spot_imgspot_img
Homeসর্বশেষবসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও এমডিসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও এমডিসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি


চেক ডিজঅনার মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ চার জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এ পরোয়ানা জারি করেন। অপর দুই আসামি হলেন নঈম নিজাম ও শাহেদ মুহাম্মদ আলী।

বাদীপক্ষের আইনজীবী আমজাদ হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত ২৬ মে মামলাটি দায়ের করা হয়। আদালত আসামিদের হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে রবিবার তারা হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয় এবং আদালত তা মঞ্জুর করেন।’

মামলাটি দায়ের করেন অনলাইন নিউজ পোর্টাল সকাল সন্ধ্যা ডট কমের প্রতিবেদক রাহেনুর ইসলাম। তিনি ২০০৯ সালের ১ জুলাই দৈনিক কালের কণ্ঠে জ্যেষ্ঠ সহ-সম্পাদক পদে যোগদান করেন এবং ২০২৩ সালের ১৬ অক্টোবর পদত্যাগ করেন। দীর্ঘদিনের সার্ভিস বেনিফিট বাবদ পাওনা টাকা পরিশোধের জন্য তাকে ১০টি চেক প্রদান করা হয়। এর মধ্যে দুইটি চেক নগদায়ন করা হলেও, বাকি ৮টি চেকের মধ্যে এক লাখ ৯৬ হাজার ৭৮ টাকার দুটি চেক নগদায়ন করতে না পারায় চেক ডিজঅনার হয়।

রাহেনুর ইসলাম ৮ এপ্রিল আসামিদের লিগ্যাল নোটিশ পাঠান, কিন্তু তারা টাকা পরিশোধে কোনো ব্যবস্থা না নেওয়ায় মামলা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments