Monday, August 18, 2025
spot_imgspot_img
Homeবিশেষ সংবাদসাতক্ষীরায় শিক্ষক লাঞ্ছনায় বিএনপি–ছাত্রদল নেতাদের গ্রেপ্তারের দাবি, মানববন্ধন ও ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাতক্ষীরায় শিক্ষক লাঞ্ছনায় বিএনপি–ছাত্রদল নেতাদের গ্রেপ্তারের দাবি, মানববন্ধন ও ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাতক্ষীরা সদর উপজেলার বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুর রহমানকে বিদ্যালয় থেকে টেনে-হিঁচড়ে বের করার ঘটনায় জড়িত বিএনপি–ছাত্রদল নেতাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। এই দাবি জানানো হয় সোমবার (১৮ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের ফটকে আয়োজিত এক মানববন্ধনে।

মানববন্ধনে উপস্থিত বক্তারা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। তারা বলেন, এই সময়ের মধ্যে দায়ীদের গ্রেপ্তার না হলে শিক্ষার্থীরা সদর থানা ঘেরাও কর্মসূচি পালন করবে।

ঘটনার ভুক্তভোগী শফিকুর রহমান সদর থানায় এজাহার দায়ের করেছেন। এজাহারে সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের সদস্য শহিনুর রহমান, বল্লী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. কামরুজ্জামান, রবিউল ইসলাম, বল্লী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম আক্তার মন্টু, সাধারণ সম্পাদক আব্দুল গনি, ইউপি সদস্য রবিউল ইসলাম, আব্দুর রইচ, বল্লী দুই নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি ইসলাম কবিরাজ, বল্লী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামানসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম আজারুজ্জামান মুকুল, শিক্ষক প্রতিনিধি আনোয়ার হোসেন, বল্লী নতুন বাজার কমিটির সভাপতি ডা. অলিউর রহমান, সিটি কলেজের গণিতের প্রভাষক শামসুর রহমান এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, শনিবার (১৬ আগস্ট) ক্লাস শেষে বিদ্যালয়ের দ্বিতীয় তলায় এক ছাত্রীকে সঙ্গে নিয়ে দীর্ঘ ৩৭ মিনিট অবস্থান করার অভিযোগ ওঠে শিক্ষক শফিকুর রহমানের বিরুদ্ধে। পরদিন রবিবার স্থানীয় ইউপি সদস্য ও বিএনপির নেতা-কর্মীরা প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করলে, অভিযোগের যথাযথ প্রতিকার না হওয়ায় ক্ষুব্ধ জনতা সহকারী শিক্ষককে বিদ্যালয় থেকে বের করে দেয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments