বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথোপকথনের একটি রেকর্ড ফাঁস হয়েছে। ধারণা করা হচ্ছে, রেকর্ডটি গত বছরের জুলাই আন্দোলনের সময়ের।
সোমবার সাংবাদিক জুলকারনাইন সায়ের ফেসবুক আইডিতে ৫ মিনিট ২৬ সেকেন্ডের অডিওটি পোস্ট করা হয়, যা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
অডিওতে মোহাম্মদপুরে ছাত্র আন্দোলন দমনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। শেখ হাসিনা নানককে বলেন, “জাতীয় পার্টি জিন্দা লাশ।” নানক মোহাম্মদপুর ও পল্লবীর পরিস্থিতি বর্ণনা করেন এবং বলেন, কিছু ছেলে আছেন যারা তাদের পক্ষে ছিল।
শেখ হাসিনা উত্তরে বলেন, “চুপ করো, জাতীয় পার্টি চ্যাতলে আমাদের কী আসে যায়? আর ওই পার্টি দরকার নেই। একটারেও ছাড়বো না।” নানক মন্তব্য করেন, “একেবারে ছাইকা ফেলতে হবে।”
এর আগে গত রোববারও জুলকারনাইন সায়ে হাসিনার আরও এক ফোনালাপ ফাঁস করেন, যেখানে আন্দোলনকারীদের দমাতে হেলিকপ্টার থেকে গুলি করার পাশাপাশি ছত্রীসেনা নামানোর কথাও শোনা যায়।