ইউক্রেনকে ডনবাস অঞ্চল ছেড়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রকে ফ্লোরিডা ছেড়ে দেওয়ার সমান অযৌক্তিক। এমন মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। তার মতে, ইউক্রেনের নিরাপত্তার প্রশ্নে সমগ্র ইউরোপের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি মঙ্গলবার (১৯ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মের্জ স্পষ্ট করে বলেন, ইউরোপের প্রতিটি দেশকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তায় যুক্ত থাকতে হবে। তিনি কিয়েভ–মস্কো আলোচনার কৌশল নিয়েও প্রশ্ন তোলেন এবং রাশিয়ার শর্তকে কঠোরভাবে সমালোচনা করেন। তার ভাষায়, “রাশিয়া চাইছে কিয়েভ যেন ডনবাসের অবশিষ্ট অঞ্চল ছেড়ে দেয়। কিন্তু বিষয়টি এমন যে, যেন যুক্তরাষ্ট্রকে বলা হচ্ছে ফ্লোরিডা ত্যাগ করতে।”
এদিকে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠককে মের্জ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, “এই বৈঠক ইউক্রেনের জন্য এক ঐতিহাসিক দিন।” তবে সংশয় প্রকাশ করে জানান, জেলেনস্কির উপস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আদৌ আলোচনায় অংশ নেবেন কি না, তা নিশ্চিত নয়।
মের্জ ট্রাম্পের ইউক্রেন নিরাপত্তা নিশ্চয়তার প্রতিশ্রুতি স্বাগত জানিয়ে বলেন, এই আলোচনার ফলাফল শুধু প্রত্যাশা পূরণই করেনি, বরং তা অতিক্রম করেছে। একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে হলে ইউরোপকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মত দিয়েছেন, চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য উভয় পক্ষকেই কিছু ভূখণ্ডে ছাড় দিতে হতে পারে।