Tuesday, August 19, 2025
spot_imgspot_img
Homeআন্তর্জাতিকগাজায় টানা ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৬২ হাজার

গাজায় টানা ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৬২ হাজার

ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ হাজার ৪ জনে। শুধু গত ২৪ ঘণ্টায়ই প্রাণ হারিয়েছেন অন্তত ৬০ জন, আহত হয়েছেন আরও ৩৪৪ জন। মঙ্গলবার (১৯ আগস্ট) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান অভিযানে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ২৩০ জনে। অনাহার ও অপুষ্টিজনিত কারণে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে, এর মধ্যে দুই শিশু রয়েছে। ফলে দুর্ভিক্ষজনিত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৩ জনে।

ইসরায়েলি বাহিনীর হামলার মূল লক্ষ্য এখন গাজার সবচেয়ে বড় নগরী গাজা সিটি, যা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শহর দখল করে হাজার হাজার মানুষকে জোরপূর্বক দক্ষিণাঞ্চলে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজযুম জানিয়েছেন, “ইসরায়েলের হামলা গাজার ভৌগোলিক ও জনসংখ্যাগত কাঠামো বদলে দিচ্ছে। ভারী কামান, যুদ্ধবিমান ও ড্রোন ব্যবহার করে আবাসিক এলাকা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।”

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বহু ভুক্তভোগী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়লেও ইসরায়েলি গোলাবর্ষণ ও সরঞ্জামের অভাবে জরুরি দল তাদের কাছে পৌঁছাতে পারছে না।

এদিকে, কাতার ও মিসরের মধ্যস্থতায় প্রস্তাবিত যুদ্ধবিরতির খসড়া মেনে নিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। চুক্তি কার্যকর হলে ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের সম্ভাবনা তৈরি হবে। তবে আগেও এমন আশার আলো বহুবার নিভে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার জেরে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা এই অভিযানে মানবিক বিপর্যয় এখন ভয়াবহ রূপ নিয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments