লাহোর বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন জনপ্রিয় ইউটিউবার সাদুর রেহমান, যিনি ‘ডাকি ভাই’ নামে পরিচিত। তার বিরুদ্ধে অনলাইনে জুয়া ও প্রতারণামূলক অ্যাপের প্রচারণা চালানোর অভিযোগ আনা হয়েছে। রোববার (১৭ আগস্ট) ভোরে তাকে আটক করা হয়।
পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ) জানিয়েছে, সাদুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ডাকি ভাই তার ইউটিউব চ্যানেলে অনলাইন জুয়া ও বেটিং অ্যাপের প্রচার চালাচ্ছিলেন, যা বিনিয়োগকারীদের বড় আর্থিক ক্ষতির মুখে ফেলে। এজাহারে তার চ্যানেলের অন্তত ২৭টি ভিডিওর লিঙ্ক সংযুক্ত করা হয়েছে, যেখানে এই অ্যাপের প্রচারণার প্রমাণ রয়েছে। যদিও কিছু ভিডিও বর্তমানে অনলাইনে পাওয়া যাচ্ছে না।
এনসিসিআইএ-এর তদন্তে দেখা গেছে, জুয়া অ্যাপগুলো বিনিয়োগকারীদের কোনো লাভ দেয়নি এবং তারা বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে। এছাড়া, এসব অ্যাপ পাকিস্তানে নিবন্ধিত নয়।
সংবাদমাধ্যম ডন জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি সরকারি কোনো অনুমোদন ছাড়াই জুয়া অ্যাপের পাকিস্তান শাখার দায়িত্বে ছিলেন এবং এভাবে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করেছেন।