Tuesday, August 19, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিঢাবি ডাকসুতে বামজোটের ভিপি প্রার্থী ইমি, পুরোনো বিতর্কিত মন্তব্য আবার ভাইরাল

ঢাবি ডাকসুতে বামজোটের ভিপি প্রার্থী ইমি, পুরোনো বিতর্কিত মন্তব্য আবার ভাইরাল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাম গণতান্ত্রিক ছাত্র জোট থেকে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শামসুন্নাহার হল ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি।

সোমবার বিকালে মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে জোট আংশিক প্যানেল ঘোষণা করেছে। তবে ইমিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারো ভাইরাল হয়েছে তার একটি পুরোনো বিতর্কিত বক্তব্য। ২০১৯ সালের সর্বশেষ ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল থেকে ভিপি নির্বাচিত হওয়ার পর এক টকশোতে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার পক্ষে মত দিয়েছিলেন।

সেই সময় ভিপি নুরুল হক নুর এই প্রস্তাবের বিরোধিতা করলেও ইমি বলেছিলেন, “শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার পেছনে তার আন্তরিকতার ভূমিকা আছে। কৃতজ্ঞতাবশত তাকে আজীবন সদস্য ঘোষণা করা উচিত।”

পরবর্তীতে ২০১৯ সালের ৩০ মে ডাকসুর কার্যনির্বাহী সভায় শেখ হাসিনাকে আজীবন সদস্য হিসেবে ঘোষণা করা হয়, যদিও নুরুল হক নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন।

পুরোনো মন্তব্যের পুনঃপ্রকাশের পর ইমি সাম্প্রতিক একটি ফেসবুক পোস্টে লিখেছেন, “আমার বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার হতে দেখছি। বর্তমান অবস্থান নিয়ে যারা প্রশ্ন তুলছেন তাদের জানাতে চাই—আমি নিরপরাধ। ছাত্রখুনের নির্দেশদাতার সর্বোচ্চ বিচার চাই। ফুলস্টপ।”

সোমবার মনোনয়ন ফরম সংগ্রহের পর বামজোট আংশিক প্যানেল ঘোষণা করে। প্যানেলে ভিপি পদে ইমির পাশাপাশি সাধারণ সম্পাদক পদে ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি মেঘমল্লার বসু, সহসাধারণ সম্পাদক পদে বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমাদ জুবেল এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাবি শাখার সভাপতি মোজাম্মেল হক মনোনয়ন পেয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments