আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানায়, মঙ্গলবার (১৯ আগস্ট) স্থানীয় সময় ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ২। প্রাথমিক পরিমাপের পর আরও যাচাই-বাছাই শেষে এর মাত্রা কিছুটা পরিবর্তিত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের প্রায় ১৮৬ কিলোমিটার গভীরে। তীব্র কম্পন অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আন্তর্জাতিক সংস্থাগুলো ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষজ্ঞরা জানান, উৎপত্তিস্থল ও ভূগর্ভস্থ স্থানচ্যুতির মতো বিভিন্ন প্রভাব এখনো বিশ্লেষণাধীন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সতর্ক থাকতে বলা হয়েছে স্থানীয়দের।
উল্লেখ্য, সম্প্রতি দক্ষিণ-পশ্চিম এশিয়ার বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে ভূমিকম্পের ঘটনা ঘটছে। এর আগে গত ১০ আগস্ট পশ্চিম তুরস্কের ইস্তাম্বুলের কাছে বালিকেসির প্রদেশে রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে অনুভূত হওয়া ওই কম্পন আশপাশের একাধিক প্রদেশেও ছড়িয়ে পড়ে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়।
ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের মাঝারি মাত্রার ভূমিকম্প ভূ-পৃষ্ঠে বড় ধরনের ক্ষতি না করলেও অঞ্চলটির ভূগর্ভস্থ চাপ বাড়িয়ে দিতে পারে। আফগানিস্তান ভূমিকম্প-প্রবণ দেশ হওয়ায় আন্তর্জাতিক সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই এ অঞ্চলে বিশেষ পর্যবেক্ষণ চালিয়ে আসছে।