Tuesday, August 19, 2025
spot_imgspot_img
Homeখেলাধুলাইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমি মার্টিনেজ!

ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমি মার্টিনেজ!

ধীরে ধীরে লিওনেল মেসির বন্ধু ও সতীর্থদের আড্ডাখানায় পরিণত হচ্ছে ইন্টার মায়ামি। সম্প্রতি অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে মেসির জাতীয় দলের সঙ্গী রদ্রিগো ডি পলকে দলে ভিড়িয়েছে ক্লাবটি। এবার তাদের নজর পড়েছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের দিকে। কানাডাভিত্তিক ফুটবল সংবাদমাধ্যম ওয়েকিং দ্য রেড জানিয়েছে, মায়ামি ইতোমধ্যে মার্টিনেজের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছে। তবে প্রশ্ন উঠছে—হঠাৎ করে কেন তাকে দলে আনার চেষ্টা করছে ক্লাবটি?

আসলে মায়ামির প্রথম পছন্দের গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার সম্প্রতি শার্লট এফসিতে যোগ দিয়েছেন। তার ট্রান্সফার থেকে উল্লেখযোগ্য পরিমাণ জেনারেল অ্যালোকেশন মানি (জিএএম) পেয়েছে মায়ামি। সেই অর্থ দিয়েই অ্যাস্টন ভিলার গোলকিপার মার্টিনেজকে দলে টানার পরিকল্পনা করছে তারা।

২০২০ সালে আর্সেনাল থেকে ভিলায় যোগ দেওয়ার পর থেকেই তিনি ছিলেন দলের অনিবার্য প্রথম গোলরক্ষক। কিন্তু নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে তার অনুপস্থিতি ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা ছড়িয়েছে। ভিলা অবশ্য মার্টিনেজের ট্রান্সফার ফি হিসেবে বড় অংকের দাবি তুলেছে, যা ১৭ থেকে ৪০ মিলিয়ন ইউরোর মধ্যে হতে পারে বলে শোনা যাচ্ছে। ভিলায় শেষ ম্যাচে তার আবেগঘন প্রতিক্রিয়া আরও ইঙ্গিত দিয়েছে, তিনি শিগগিরই বিদায় নিতে পারেন।

তবে অ্যাস্টন ভিলা স্পষ্ট করে দিয়েছে—প্রত্যাশিত অর্থ না পেলে তারা এই বাজপাখি-খ্যাত গোলরক্ষককে ছাড়বে না। অন্যদিকে, ক্যালেন্ডারের ট্রান্সফার থেকে পাওয়া জিএএম ব্যবহার করে ২০২২ সালের বিশ্বকাপজয়ী এ তারকাকে যুক্তরাষ্ট্রে আনতে বদ্ধপরিকর মায়ামি। যদি এই চুক্তি সম্পন্ন হয়, তবে মেসিসহ অন্যান্য পরিচিত সতীর্থদের সঙ্গে আবারও পুনর্মিলিত হবেন এমি মার্টিনেজ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments