সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন ও লুটের ঘটনায় অজ্ঞাতনামা দেড়শ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) রাতে গোয়াইনঘাট ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা আব্দুল মুনায়েম বাদী হয়ে থানায় এ মামলা দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, চলতি মাসের ৭, ৮ ও ৯ আগস্ট একদল অসাধু ব্যক্তি জাফলংয়ের গেজেটভুক্ত কোয়ারি থেকে অনুমোদন ছাড়াই বিপুল পরিমাণ পাথর উত্তোলন করে নিয়ে যায়। আনুমানিক ৪০ থেকে ৫০ হাজার ঘনফুট পাথর লুট হয়েছে, যার বাজারমূল্য কোটি টাকারও বেশি। এই ঘটনায় অজ্ঞাত প্রায় একশ থেকে দেড়শ জনকে আসামি করা হয়েছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ জানান, জাফলংয়ে অবৈধভাবে পাথর লুট নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই একটি চক্র এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছে। গত বছরের ৫ আগস্টও একই ধরনের ঘটনা ঘটেছিল এবং সেবারও মামলা হয়েছিল।
তিনি আরও বলেন, “আমরা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন, প্রমাণ সংগ্রহ ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। অবৈধভাবে পাথর উত্তোলন শুধু রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করে না, বরং পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্যের জন্যও মারাত্মক হুমকি।”
প্রসঙ্গত, জাফলং বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকা এবং পাথরের ভাণ্ডার হিসেবে পরিচিত। তবে দীর্ঘদিন ধরে এখানে অবৈধ উত্তোলন ও চোরাচালান চলতে থাকায় পরিবেশবিদরা সতর্ক করেছেন, এতে জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য ভয়াবহভাবে হুমকির মুখে পড়তে পারে।