এশিয়া কাপকে সামনে রেখে ফিটনেস ক্যাম্প ও স্কিল অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন জাতীয় দলের ক্রিকেটাররা। এরই মাঝে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে বৈঠকে বসেছেন মিরাজ-শান্তরা।
অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে সোমবার দেশে ফেরেন বিসিবি সভাপতি। আর মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন তিনি। শুধু চুক্তিবদ্ধ খেলোয়াড় নন, আরও অনেকে বৈঠকে উপস্থিত ছিলেন। বোর্ডের পরিচালক, মেডিকেল বিভাগের চিকিৎসক ও কোচিং স্টাফরাও এ বৈঠকে অংশ নেন।
জানা গেছে, বৈঠকে ক্রিকেটারদের সঙ্গে বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। সভাপতি নিজে একটি প্রেজেন্টেশন দেন এবং মেডিকেল বিভাগ থেকেও চিকিৎসা-সেবা সংক্রান্ত প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে উইকেটের মানোন্নয়ন, নতুন ভেন্যু যুক্ত করার বিষয়সহ একাধিক প্রসঙ্গ ওঠে আসে।
সভাপতি খেলোয়াড়দের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ দেন। বৈঠকে উপস্থিত এক সদস্য জানান, “মিরপুর স্টেডিয়ামে সুইমিংপুল স্থাপনের উদ্যোগ নিয়েও কথা হয়েছে। একই সঙ্গে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ভেন্যু নির্বাচনের বিষয়ও আলোচিত হয়েছে। বিশেষ করে রমজান মাসে ঢাকার বাইরে খেলা হলে খেলোয়াড়দের বাড়তি কষ্ট হয়। তাই সেক্ষেত্রে ঢাকার ভেতরেই আয়োজন করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।”