Tuesday, August 19, 2025
spot_imgspot_img
Homeদেশের খবরজীবননগরের স্কুল-কলেজে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ

জীবননগরের স্কুল-কলেজে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ


চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সকল স্কুল-কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত মঙ্গলবার (১৯ আগস্ট) উপজেলা কমিটির মাসিক সভায় গৃহীত হয়, যেখানে আইনশৃঙ্খলা, চোরাচালান, সন্ত্রাস, নাশকতা প্রতিরোধ, ইনোভেশন, আইসিটি ও যৌন নিপীড়নের বিষয়ে অভিযোগ গ্রহণ বিষয়গুলোও আলোচিত হয়।

সভায় জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মোবাইল ফোন নিষিদ্ধ করার প্রস্তাব দেন। উপস্থিত সবাই প্রস্তাবের প্রতি মতামত দেন।

সভায় সভাপতির বক্তব্যে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন বলেন, “সম্প্রতি পাশের মহেশপুর উপজেলায় স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধের পদক্ষেপ নেওয়া হয়েছে। কয়েকদিন আগে উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিষয়টি নিয়ে আলোচনা হয়। আজকের সভায় সকলের মতামতের ভিত্তিতে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্তের রেজুলেশন সকল স্কুল-কলেজে প্রেরণ করা হবে। এছাড়া বিষয়টি নিয়ে স্কুল-কলেজ পরিচালনা কমিটির সভাপতিদের সঙ্গে বৈঠক আয়োজন করা হবে। সকলে সহযোগিতা করলে এই পদক্ষেপ কার্যকর করা সম্ভব হবে।

সভায় আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়, যেমন— টানা বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার, মৌসুমভিত্তিক সারের সংকট সমাধান, বাল্যবিবাহ প্রতিরোধ এবং ইভটিজিং নিয়ন্ত্রণ।

সভায় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, জামায়াতের সেক্রেটারি সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, বিজিবি প্রতিনিধি মোস্তাফিজুর, জীবননগর প্রেস ক্লাবের আহ্বায়ক মো. রিপন হোসেন ও স্থানীয় সাংবাদিক আল আমীন মোল্লা এবং ওমর ফারুক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments