হাইকোর্টে জুলাই হত্যাকাণ্ডের একটি মামলায় পুলিশ সদস্যের জামিন প্রসঙ্গে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৩:৩০টায় তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে বিষয়টি ব্যাখ্যা করেন।
আসিফ নজরুল বলেন, “জুলাই হত্যাকাণ্ডে শহীদ পরিবারের করা মামলায় হাইকোর্ট পুলিশ সদস্যকে জামিন দিয়েছেন। এটি নিয়ে শহীদ পরিবারের সদস্যরা ক্ষুব্ধ হয়েছেন, যা স্বাভাবিক। তবে এই জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। হাইকোর্ট বা উচ্চ আদালত আইন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে না।”
তিনি আরও বলেন, “যদি হাইকোর্টের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে হয়, অ্যাটর্নি জেনারেলের অফিস তা করতে পারে। ইতোমধ্যে জামিনাদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে। কালই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। জামিন বাতিল হলে পুলিশ সংশ্লিষ্ট আসামিকে গ্রেপ্তার করবে।”
এর আগে, উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ দাবিতে জুলাই শহীদ পরিবার ও আহতরা সচিবালয়ে অবস্থান নেন। সকাল সোয়া ১১টায় তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ দেখান। দুপুর সাড়ে ১২টায় মিছিল নিয়ে সচিবালয়ের ২ নম্বর ফটকের সামনে অবস্থান করেন এবং পরে সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শহীদ পরিবার ও আহতরা অভিযোগ করেন, অর্থের বিনিময়ে জুলাই গণহত্যার আসামিরা জামিন পাচ্ছেন। তারা দাবি করেন, আইন উপদেষ্টা আসিফ নজরুলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং বিচারকদেরও অপসারণ করা হোক। এই দাবির প্রেক্ষিতে ফেসবুক পোস্টে বিষয়টি খোলাসা করেন আইন উপদেষ্টা।