ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি আগস্ট মাসের শেষ দিকে চীন সফরে যাচ্ছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) নয়াদিল্লিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকের সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, মোদি আগামী ৩১ আগস্ট তিয়ানজিন শহরে অনুষ্ঠিতব্য সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। অজিত ডোভাল এ সফরকে ভারত-চীন কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন মাত্রা হিসেবে অভিহিত করেন।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, এসসিও সম্মেলনে মোদির উপস্থিতিকে বেইজিং অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। তার মতে, “ইতিহাস ও বাস্তবতা প্রমাণ করে যে সুস্থ ও স্থিতিশীল চীন-ভারত সম্পর্ক কেবল দুই দেশের জন্য নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্যও গুরুত্বপূর্ণ।”
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে ভারত ও চীনের সম্পর্ক সীমান্ত ইস্যু এবং কূটনৈতিক উত্তেজনার কারণে বিভিন্ন সময়ে টানাপোড়েনের মুখে পড়েছিল। এমন পরিস্থিতিতে মোদির এই সফরকে দুই দেশের সম্পর্কের উন্নয়নের একটি সম্ভাবনাময় সুযোগ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এসসিও সম্মেলনের পাশাপাশি মোদি-ওয়াং বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে আলোচনা হতে পারে।
আগস্টের শেষ সপ্তাহে অনুষ্ঠিতব্য এ সফর শুধু কূটনৈতিক নয়, বরং দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ার ভূরাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।