Wednesday, August 20, 2025
spot_imgspot_img
Homeসর্বশেষ৩ দিনে ভারি বৃষ্টির শঙ্কা, ১০ জেলার নিম্নাঞ্চলে সাময়িক বন্যার আশঙ্কা

৩ দিনে ভারি বৃষ্টির শঙ্কা, ১০ জেলার নিম্নাঞ্চলে সাময়িক বন্যার আশঙ্কা

আগামী তিন দিনে দেশের উত্তর ও পূর্বাঞ্চলসহ তৎসংলগ্ন উজানে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এ পরিস্থিতিতে ১০ জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। বুধবার (২০ আগস্ট) প্রকাশিত নদ-নদীর অবস্থা ও পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

সংস্থাটি জানায়, বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ভারতের দক্ষিণ উড়িষ্যায় অবস্থানরত স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে এখন ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ সংলগ্ন স্থানে লঘুচাপে পরিণত হয়েছে। যদিও দেশের ভেতরে গত ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্য বৃষ্টি হয়নি, কিন্তু ভারতের আসাম ও মেঘালয়ে ভারি বৃষ্টিপাত হয়েছে। ফলে ২০ আগস্ট সকাল ৯টা থেকে ২৩ আগস্ট সকাল ৯টার মধ্যে দেশে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এ সময়ে রংপুর বিভাগের তিস্তা নদীর পানি বাড়তে পারে এবং নীলফামারী ও লালমনিরহাটে তা সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। চট্টগ্রাম বিভাগের ফেনী, মুহুরী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু, মাতামুহুরি, নোয়াখালী খাল ও রহমতখালি খালের পানি বৃদ্ধি পেতে পারে এবং ফেনী, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

একই সময়ে সিলেট ও ময়মনসিংহ বিভাগের সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, লুবাছরা, জাদুকাটা, ঝালুখালি, মনু, ধলাই ও খোয়াই নদীর পানি বাড়বে। ফলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের নিম্নাঞ্চল ডুবে যেতে পারে।

অন্যদিকে, ব্রহ্মপুত্র নদে আগামী দুই দিন পানি কমতে পারে এবং এরপর তিন দিন স্থিতিশীল থাকবে। যমুনার পানি আগামী তিন দিন কমে পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে। গঙ্গা-পদ্মার পানি আগামী পাঁচ দিন কমার প্রবণতা থাকবে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments