Wednesday, August 20, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিরেজাউল করীমের দাবি: জুলাই আন্দোলনের প্রাপ্তি রক্ষা করতে পিআর পদ্ধতিতেই নির্বাচন হওয়া...

রেজাউল করীমের দাবি: জুলাই আন্দোলনের প্রাপ্তি রক্ষা করতে পিআর পদ্ধতিতেই নির্বাচন হওয়া উচিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, জুলাই মাসের উৎসর্গিত জীবন ও রক্তের দাবি পূরণে আগামী নির্বাচন পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতিতেই আয়োজন করা জরুরি। পিআর পদ্ধতির পক্ষে জনমত তৈরির লক্ষ্যে দলটি পক্ষকালব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

দলটির নিয়মিত বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি বলেন, গত বছরের জুলাই-আগস্টে ছাত্র ও সাধারণ মানুষ যে জীবন ও রক্ত উৎসর্গ করেছে, তা শুধু সরকার উৎখাতের জন্য নয়, বরং বাংলাদেশে স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি রোধ করার প্রচেষ্টা হিসেবে রাজপথে নেমেছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে, দেশ পুরনো স্বৈরতন্ত্রের দিকে ফিরে যাচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ তা হতে দেবে না। তাই স্বৈরতন্ত্র প্রতিরোধের কার্যকর পন্থা হিসেবে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবিতে রাজপথে পুনরায় অবস্থান নেওয়া হবে।

চরমোনাই পীর আরও বলেন, তরুণ শিক্ষার্থীদের রক্ত কোনো রাজনৈতিক দলের স্বার্থে অপব্যবহার হতে দেওয়া যাবে না। এর অংশ হিসেবে আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশের সকল জেলায় গণসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে এবং ঢাকার প্রতিটি থানায় গণসমাবেশ ও বিক্ষোভ হবে। পাশাপাশি পিআর পদ্ধতির পক্ষে জনমত জোরদারের জন্য প্রচার সামগ্রী বিতরণ করা হবে।

তিনি জানান, পিআর পদ্ধতিতে নির্বাচনের প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশের অটল দৃঢ়তা রয়েছে। নির্বাচন চাই, কিন্তু পুরনো স্বৈরতন্ত্রের সুবিধাজনক বন্দোবস্তের পুনরাবৃত্তি চাই না। তাই রাজপথের পাশাপাশি সকল ধরনের আন্দোলন চলবে এবং আরও কঠোর কর্মসূচির দিকে অগ্রসর হতে দল পিছপা হবে না। সরকারকে তিনি আহ্বান জানালেন, নিম্নকক্ষে পিআর পদ্ধতি নিয়ে ঐকমত্যে সিদ্ধান্ত নিন এবং গণভোট আয়োজন করুন। যারা পিআরের বিরোধিতা করছেন, তারা শুধু মুখে গণতন্ত্রের কথা বলেন; তাই জনগণকেই সিদ্ধান্ত নিতে দিন।

বৃহস্পতিবার দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক বৈঠকে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী, যুগ্ম-মহাসচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী এবং বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments