Thursday, August 21, 2025
spot_imgspot_img
Homeবিনোদনসাহসী চরিত্রে অভিনয়ের অনুপ্রেরণা দিয়েছেন স্বামী’ — সাদিয়া

সাহসী চরিত্রে অভিনয়ের অনুপ্রেরণা দিয়েছেন স্বামী’ — সাদিয়া

টেলিভিশনের নিয়মিত মুখ অভিনেত্রী সাদিয়া তানজিন। দীর্ঘদিন ধরে ছোট পর্দায় কাজ করলেও ২০২১ সালে নির্মাতা রাশিদ পলাশের পদ্মাপুরাণ’ ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। এ সিনেমায় মাদক ব্যবসায়ীর স্ত্রীর ভূমিকায় অভিনয় করে ভিন্নমাত্রায় হাজির হন সাদিয়া। স্বামী প্যারালাইজড হয়ে পড়ার পর অপরাধ জগতের ভার নিজের কাঁধে তুলে নিতে হয় চরিত্রটিকে। ফলে পর্দায় সাহসী কিছু দৃশ্যে অভিনয় করতেও দেখা যায় তাকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাদিয়া জানান, সাধারণত তিনি ছোট পর্দায় সাদামাটা চরিত্রেই অভিনয় করে থাকেন। তাই তাকে হঠাৎ এমন রূপে দেখে দর্শকও বিস্মিত হয়েছিলেন। তবে নিজের অভিনয়যাত্রায় ভিন্নধর্মী চরিত্রে কাজ করতে পছন্দ করেন বলেই এ সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। আর এই সাহসী চরিত্রে অভিনয়ের পূর্ণ কৃতিত্ব দিয়েছেন স্বামীকে। সাদিয়ার ভাষায়, আমি সবসময় একটু ভিন্নধর্মী কাজ করতে চাই। তবে এমন সাহসী চরিত্রে কাজ করার পেছনে সম্পূর্ণ কৃতিত্ব আমার স্বামীর।”

তিনি আরও বলেন, দর্শকরা সাধারণত অভিনেতা-অভিনেত্রীদের একটা নির্দিষ্ট চরিত্রে অভ্যস্ত হয়ে যান। যেমন শাবানা ম্যাডামকে বোল্ড চরিত্রে কল্পনা করা যায় না, আবার রীনা খানকে নেগেটিভ চরিত্রের বাইরে ভাবা কঠিন। সেই কারণে প্রথমে কাজটি করতে দ্বিধায় ছিলেন তিনি। কিন্তু স্বামীর পরামর্শেই শেষ পর্যন্ত রাজি হন। স্বামী তাকে বলেন, “তুমি অভিনয় জানো, তোমার যোগ্যতা আছে। সেটাই তুলে ধরবে।”

সিনেমায় চরিত্রটি ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। স্বামীর ব্যবসা নিজের হাতে নেওয়ার পাশাপাশি স্থানীয় ওসিকে হাতে রাখতে নানা কিছু করতে হয়েছে চরিত্রটিকে। তাই এটিকে তিনি খুব বোল্ড চরিত্র হিসেবেই উল্লেখ করেন। তবে অভিনয়ের পর দর্শকরা নেতিবাচকভাবে না দেখে বরং তার অভিনয় দক্ষতার প্রশংসা করেছেন বলে জানান সাদিয়া।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments