Thursday, August 21, 2025
spot_imgspot_img
Homeবিনোদনআবারও শুরু হচ্ছে কোক স্টুডিও বাংলা, আসছে নতুন গান ‘বাজি’

আবারও শুরু হচ্ছে কোক স্টুডিও বাংলা, আসছে নতুন গান ‘বাজি’

প্রায় দেড় বছরের বিরতির পর অবশেষে ফিরতে চলেছে কোক স্টুডিও বাংলা। দীর্ঘদিন নতুন গান না আসায় ভক্তদের মনে কেবল একটি প্রশ্ন ঘুরছিল—কবে আবার আসবে কোক স্টুডিও বাংলার গান? সেই অপেক্ষার অবসান ঘটছে এবা।

২০২৪ সালের ২৫ মে প্রকাশিত হয় কোক স্টুডিও বাংলার সর্বশেষ গান অবাক ভালোবাসা’। সেটি ছিল তৃতীয় মৌসুমের অংশ। তবে ওই মৌসুমে মোট ১১টি গান প্রকাশের ঘোষণা থাকলেও তিনটি গান প্রকাশের পর কার্যক্রম বন্ধ হয়ে যায়।

বিতর্কিত এক বিজ্ঞাপনকে কেন্দ্র করে কোক স্টুডিও বাংলার কার্যক্রম থেমে গিয়েছিল বলে জানা যায়। ঈদুল আজহার আগে কোকা-কোলার ওই বিজ্ঞাপন সম্প্রচারের পর দেশজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়, বিশেষ করে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে চলমান বর্জন আন্দোলনের কারণে অনলাইন ও অফলাইনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এ ঘটনায় বিজ্ঞাপনের নির্মাতা ও অংশগ্রহণকারী শিল্পীরাও সমালোচিত হন, পাশাপাশি কোক স্টুডিওর কার্যক্রমও স্থগিত হয়ে যায়।

তবে সম্প্রতি নতুন করে আলোচনায় আসে কোক স্টুডিওর প্রত্যাবর্তন। সেই গুঞ্জনকে সত্যি করে গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন শিল্পী শায়ান চৌধুরী অর্ণব। তিনি লেখেন— যদি থাকেন রাজি? ধরবেন নাকি বাজি? কোক স্টুডিও বাংলার পরের গান আসবে কবে—পরশু, তরশু নাকি আজি?’

তার এই পোস্টে শ্রোতাদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। স্পষ্ট হয়ে যায়, কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুম আবারও শুরু হচ্ছে এবং প্রথম গান হিসেবে প্রকাশ পেতে যাচ্ছে বাজি’ শিরোনামের গান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments